নেইমার আবারও বাবা হয়েছেন, এবার ফুটফুটে কন্যাসন্তান ‘মেল’-এর আগমনে নতুন করে আনন্দে ভাসছেন এই ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। তার প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলজুড়ে ৫ জুলাই (শনিবার) ভোরে ব্রাজিলে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে ছোট্ট মেলকে কোলে নিয়ে ছবিসহ এই খুশির খবর ভাগ করে নিয়েছেন ব্রুনা।
তিনি লিখেছেন, “আমাদের মেল এসেছে—জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। তোমার সঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে মুখিয়ে আছি আমরা।”
৩৩ বছর বয়সী নেইমারের এটি চতুর্থ সন্তান। তার প্রথম সন্তান ডাভি লুকা জন্ম নিয়েছিল ২০১১ সালে, সাবেক সঙ্গী ক্যারোলিনা ডান্তাসের ঘরে। দ্বিতীয় কন্যা মাভির জন্ম ব্রুনা ব্যাঙ্কার্ডির গর্ভে। তৃতীয় সন্তানের মা হলেন নেইমারের আরেক সাবেক প্রেমিকা আমান্ডা কিম্বারলি।
সাম্প্রতিক সময়ে সান্তোস ক্লাবে ফিরে ‘ঘরের ছেলে’ পরিচয়ে ফিরেছেন নেইমার। মাঠের বাইরের সময়টা এখন তিনি কাটাচ্ছেন পুরোপুরি পরিবারকে ঘিরে। বড় কন্যা মাভিও ছোট বোন মেলকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি থাকলেও ভবিষ্যতে তিনি নতুন কোনো ক্লাবে যোগ দিতে পারেন, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে। তবে এই মুহূর্তে ফুটবল তার জীবনের মূল বিষয় নয়—নেইমার এখন মগ্ন তার পরিবারের নতুন সদস্য মেলকে নিয়ে এক শান্তিময় অধ্যায়ে।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার জীবনে এই কন্যাসন্তানের আগমন যেন বয়ে এনেছে এক নতুন আনন্দের জোয়ার। বাবা হিসেবে তিনি এখন পারিবারিক বন্ধনে পুরোপুরি ডুবে রয়েছেন, আর ছোট্ট মেল হয়ে উঠেছে তার জীবনের নতুন কেন্দ্রবিন্দু।
Leave a Reply