1. admin@dakpiyan.com : dakpiyan :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

ইতিহাস গড়ে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
ইতিহাস গড়ে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ
ইতিহাস গড়ে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবলের এক ঐতিহাসিক অর্জন! আফঈদা, ঋতুপর্ণাদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এ অর্জনের মাধ্যমে নারী ফুটবল ইতিহাসে যুক্ত হলো এক নতুন গৌরবের অধ্যায়।

বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথম ও শেষবার এশিয়ান কাপে খেলেছিল ১৯৮০ সালে। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার দেশের নারী দল উঠেছে এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতার মূল পর্বে।

বুধবার (২ জুলাই) বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে আসে টাইগ্রেসরা।

এরপর সন্ধ্যার ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই মূল পর্বের টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

গ্রুপ ‘সি’-এর বর্তমান অবস্থা:
বাংলাদেশ – ৬ পয়েন্ট (২ ম্যাচ)

মিয়ানমার – ৩ পয়েন্ট (২ ম্যাচ)

বাহরাইন – ১ পয়েন্ট (২ ম্যাচ)

তুর্কমেনিস্তান – ১ পয়েন্ট (২ ম্যাচ)

শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও মিয়ানমার যদি জয়ী হয়, তাহলেও পয়েন্ট সমান হলেও হেড-টু-হেড ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ। বাংলাদেশ হলো বাছাইপর্ব থেকে মূল পর্ব নিশ্চিত করা প্রথম দল। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং আগের আসরের তিন সেরা দল—জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন—আগেই নিশ্চিত করেছে তাদের জায়গা।

১২ দলের চূড়ান্ত পর্বে অংশ নেবে বাছাইয়ের ৮টি গ্রুপ চ্যাম্পিয়ন দল এবং ওই চারটি দল। বাংলাদেশের এই সাফল্য তাদের সেই মর্যাদার আসরে পৌঁছে দিল।

এই অর্জন শুধুই একটি জয় নয়, বরং দেশের নারী ক্রীড়াঙ্গনের সম্ভাবনা, প্রতিভা ও উন্নয়নের এক বড় প্রমাণ। জাতির প্রত্যাশা এখন আরও বড় কিছু—এশিয়ান কাপে গৌরবময় পথচলা।

চাইলে এই নিউজের সংক্ষিপ্ত ফেসবুক/সোশ্যাল মিডিয়া ক্যাপশনও বানিয়ে দিতে পারি। বললে সঙ্গে সঙ্গে তৈরি করে দেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2025 dakpiyan
Theme Customized By BreakingNews