1. admin@dakpiyan.com : dakpiyan :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

বিয়ের নামে শারীরিক সম্পর্ক, ক্রিকেটারের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
বিয়ের নামে শারীরিক সম্পর্ক, ক্রিকেটারের বিরুদ্ধে মামলা
বিয়ের নামে শারীরিক সম্পর্ক, ক্রিকেটারের বিরুদ্ধে মামলা

ভারতীয় জাতীয় দলে এখনও অভিষেক হয়নি যশ দয়ালের। তবে আইপিএলের কল্যাণে পরিচিত মুখ বাঁহাতি এই পেসার। মাস খানেক আগেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম আইপিএল ট্রফি জিতেছেন। এরই মাঝে বিব্রতকর কাণ্ডে নাম জড়াল তার। এক তরুণী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযাগ তুলেছেন। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গাজিয়াবাদ এলাকার বাসিন্দা ওই তরুণী উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, গত পাঁচ বছর ধরে তিনি যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এই সময়ে তিনি মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে শোষণের শিকার হয়েছেন।

অভিযোগে ভুক্তভোগী ওই নারী জানান, ‘যশ দয়ালের সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল তার। এই সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবেগকে কাজে লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে শোষণ করেছেন। এমনকি বাদীকে নিজের পরিবারে স্ত্রী বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়, ফলে তার (দয়াল) ওপর পুরোপুরি আস্থা তৈরি হয়। পরে আমি জানতে পারি, তিনি অন্য নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্কে জড়িত।’

মানসিক ও শারীরিকভাবে ব্যবহারের জন্য প্রতারণা করা হয়েছে অভিযোগ তুলে ভুক্তভোগী তরুণী আরও উল্লেখ করেন, ‘সম্পর্ক থাকাকালে বিবাদী (দয়াল) প্ররোচনা দিয়ে আর্থিকভাবে তার ওপর নির্ভরশীল ছিলেন। পরে জানা যায়, তিনি এভাবে অন্য নারীর সঙ্গেও সম্পর্ক চালিয়ে আসছেন। এই বিষয়ে পারস্পরিক কথোপকথন, স্ক্রিনশট, ভিডিও কল ও ছবি প্রমাণ হিসেবে যুক্ত করা হলো।’

এনডিটিভি জানিয়েছে, এই বছরের ১৪ জুন মহিলা ১৮১ মহিলা হেল্পলাইন নম্বরে ফোন করেন, তবে পুলিশের তরফ থেকে যথাযথ পদক্ষেপ না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাতে বাধ্য হন। ইতোমধ্যে এই ঘটনা তদন্তে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে ২১ জুলাই পর্যন্ত।

সর্বশেষ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ১৫টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন দয়াল। সবমিলিয়ে ৪ আসরে ভিন্ন দুই দলের হয়ে ৪৩ ম্যাচে তার শিকার ৪১ উইকেট। বছর দুয়েক আগে গুজরাটের হয়ে খেলার সময় কলকাতার ব্যাটার রিংকু সিংহের হাতে পাঁচটি ছক্কা খেয়েছিলেন তিনি। যা তাকে প্রথমবার আলোচনায় নিয়ে আসে। এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন এই পেসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2025 dakpiyan
Theme Customized By BreakingNews