বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে নতুন রেকর্ড গড়লেন লিটন দাস। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দিনেশ চান্ডিমালের ক্যাচ ধরে মুশফিকুর রহিমকে টপকে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হন তিনি।
এখন পর্যন্ত ৫০ টেস্টে লিটনের ডিসমিসালের সংখ্যা ১১৪টি, যার মধ্যে ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং। এর আগে ৯৮ টেস্টে মুশফিক করেছিলেন ৯৮টি ক্যাচ ও ১৫টি স্ট্যাম্পিংসহ মোট ১১৩ ডিসমিসাল।
তালিকার তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের অভিষেক টেস্টের উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট, যার ৪৪ ম্যাচে ডিসমিসাল সংখ্যা ৮৭টি (৭৮ ক্যাচ, ৯ স্ট্যাম্পিং)। চতুর্থ স্থানে আছেন নুরুল হাসান সোহান, যিনি ১১ ম্যাচে ৩৪টি ডিসমিসাল (২৫ ক্যাচ, ৯ স্ট্যাম্পিং) করেছেন।
লিটনের এই কীর্তি বাংলাদেশ ক্রিকেটের উইকেটরক্ষকদের ইতিহাসে নতুন এক মাইলফলক।
Leave a Reply