আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের ‘৫ জুলাই স্টেডিয়াম’-এ লিগ শিরোপা জয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় মর্মান্তিক দুর্ঘটনায়। এমসি আলজেরের চ্যাম্পিয়ন হওয়ার পর নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়ে প্রাণ হারান অন্তত তিনজন সমর্থক, আহত হন ৭০ জনেরও বেশি।
ম্যাচ শেষে হাজারো দর্শক মাঠের দিকে এগিয়ে গেলে গ্যালারির উপরের স্তর থেকে নিচে পড়ে যান অনেকে। গ্যালারির একটি অবকাঠামো ধসে পড়ে নিচে থাকা দর্শকদের উপর। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর।
এই ট্র্যাজেডির পর এমসি আলজেরের খেলোয়াড় ও কোচিং স্টাফ হাসপাতালে ছুটে যান এবং আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মানবিকতা আলজেরীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।
শেষ ম্যাচে এনসি মাগরার বিপক্ষে গোলশূন্য ড্র করে টানা দ্বিতীয়বার লিগ শিরোপা নিশ্চিত করে এমসি আলজের। কিন্তু এই সাফল্য ম্লান হয়ে গেছে এই মৃত্যুর ঘটনায়। ফলে শিরোপা হস্তান্তরের সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেব্বুন নিহতদের প্রতি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রশাসন ইতোমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং স্টেডিয়াম নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখা হচ্ছে।
একটি উৎসবমুখর সন্ধ্যা মুছে গেল চোখের জল আর হতাশায়।
Leave a Reply